সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
চলতি বছরে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে নিঝুম ওয়াসিফ। জেএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল নিঝুম ওয়াসিফ।
সে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার ও উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিসেস মাহাবুবা আলম দম্পতির এক মাত্র পুত্র।
নিঝুম ওয়াসিফ বরিশাল বোর্ডের অধীনে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ইং সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নিঝুম ওয়াসিফ বলেন- বাবা-মা, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই ফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।