সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে তেতুঁলিয়া নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে আটক করেছে প্রশাসন। এসময় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
১১ই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে দেড়টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার তেতুঁলিয়া নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে ওই জেলেদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ধানদী গ্রামের আমির হোসেন চৌকিদারের দুই ছেলে মোঃ বশির উদ্দিন(৩০) ও জসিম উদ্দিন(২৩), বড় ডালিমা গ্রামের শামসুল হকের ছেলে মোঃ মজিবুর(৪২), চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের মৃত মোগল রাঢ়ীর ছেলে মোঃ আজিজ(৪০) সদর ইউনিয়নের অলিপুরা গ্রামের মৃত ইসহাক হাওলাদারের ছেলে খলিলুর রহমান(৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ লুৎফার রহমান জানান- মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান ৫ জেলে আটক করা হয়।
এসময় জব্দ করা হয় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।