সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বাউফল সদর ইউনিয়নের অন্তর্গত ৯৬নং বিলবিলাস ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে ১৮ই ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে জনসম্পৃক্ততামূলক সভার আয়োজন করা হয়েছে।
কায়না বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশ্রাফ আলী খান বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ৯৬নং বিলবিলাস ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র ডঃ মোঃ রফিকুল ইসলাম খান, যুগ্ন সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মুনসী, আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজন হাওলাদার, প্রধান অথিতির কন্যা ডাঃ রাইসা মাসুমা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম, বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক অহিদুজ্জামান সুপন, গোসিংগা ৯৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সরকার সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন।
এছাড়াও সাংবাদিকদের মধ্য আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, সকালের সময়ের বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরন, দৈনিক দেশ বাংলার বাউফল প্রতিনিধি মোঃ শিবলী সাদেক, স্বদেশ প্রতিদিনের বাউফল প্রতিনিধি এম এ হান্নান, দৈনিক সরেজমিন বার্তার বাউফল প্রতিনিধি মোঃ দুলাল হোসেন প্রমূখ।
প্রধান অথিতি তার বক্তব্যের মাধ্যমে তার শৈশবের স্মৃতিচারণ করেন এবং তাঁর শৈশব স্মৃতিগাঁথা ওই বিদ্যালয়টিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।