সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
মোঃ দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যেসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপী বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বুধবার ২৪শে আগস্ট সকাল ১১টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা কর্মী ও সর্মথকরা।
বিএনপি’র পটুয়াখালী-২ বাউফলের সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার ১১ বছর পর এই প্রথম বিএনপি কোন দাবি নিয়ে প্রকাশ্যে বাউফলের রাস্তায় বিশাল বিক্ষোভ মিছিল করলো।
এ মিছিল ও সমাবেশে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।