সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে কালিশুরী ফাঁড়ির পুলিশের তৎপরতায় এক ব্যক্তির কাছ থেকে গরুর পচা মাংস উদ্ধার করা হয়েছে। পচা মাংস বহনকারী ওই ব্যক্তির জলিল গাজী(৪০)।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফলের সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত জলিল গাজীকে ১০ হাজার টাকার অর্থদণ্ড করেন।
জানা গেছে- জলিল গাজী উপজেলার কনকদিয়া ইউনিয়নের জয়ঘোড়া গ্রামের হাতেম গাজীর ছেলে।
জানা যায়- মঙ্গলবার রাত ৮টার দিকে ৮০ কেজি মাংসভর্তি বস্তা নিয়ে উপজেলার কালিশুরী বাজারে যাওয়ার পথে কালিশুরী ফাঁড়ির পুলিশ জলিল গাজীকে আটক করে।
তবে জিজ্ঞাসাবাদে জলিল গাজী বলেন- আমার নিজের একটি গরু অসুস্থ হওয়ার পর জবাই করে মাংস বিক্রি করার উদ্যোগ নেই। কিন্ত এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে আমার ক্ষতি করেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান প্রতিবেদকে জানান- “জলিল গাজী মাংস নিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে স্থানীয়রা তাঁকে চ্যালেঞ্জ করলে পচা মাংসের বিষয়টি স্বীকার করেন। পরে জব্দকৃত ওই মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।