মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
ওই সময়ে তিনি জানান- ২৩শে জুলাই থেকে ২৯শে জুলাই ৭ দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে প্রচারণা, সফল মৎস্য চাষীদের মধ্যে পুরষ্কার প্রদান, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, সুফলভোগীদের প্রশিক্ষণ ও সর্বশেষ জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক এম ডিউক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক জিতেন্দ্রনাথ রায়, আরেফিন সহিদ, কোহিনুর বেগম, জহুরুল হক ভূইয়া ও এমএ হান্নান সহ অনেকে।