মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেনী পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে ১০৯টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ঘরের মালিকানা কবুলিয়াত দলিল ও একটি সনদ তুলে দেওয়া হয়। ঘর পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে আনন্দ বিরাজ করছে।
আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আল আমিন, সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান, কৃষি অফিসার শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ নুরনবী, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত
ছিলেন।