শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পীরগাছা প্রেস ক্লাব।
গতকাল সোমবার এক শোকবার্তায় পীরগাছা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রবিউল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। এর পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
পীরগাছা প্রেস ক্লাব এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।