বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
বিশ্বনাথ ট্রাক শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ফরিদ মিয়ার মোটরসাইকেল চুরি হয়েছে। গত ৪ঠা অক্টোবর রাত ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের রামপাশা রোডস্থ (এমপি রাস্তার মুখ) হিরন এন্ড তোরণ মঞ্জিলের ফলসের নীচ থেকে অজ্ঞাতনামা চোরেরা ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি (সিলেট হ ১৩-৫৩৪৭) চুরি করে নিয়ে যায়।
শ্রমিক নেতা ফরিদ মিয়া জানান- তিনি স্ব-পরিবারে দীর্ঘদিন ধরে হিরন এন্ড তোরণ মঞ্জিলে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসার ফলসের নীচে মোটরসাইকেলটি রেখে নামাজ পড়তে পাশ্ববর্তী মসজিদে যান। রাত ৯টার দিকে বাসায় ফিরে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গত ৬ই অক্টোবর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান- মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।