বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের অহংকার ময়মনসিংহের গর্ব গৌরীপুরের বধুমাতা সেই সাথে গৌরীপুর বাসীর বন্ধু নাজনীন আলম দীর্ঘ বছর ধরে যিনি গৌরীপুরবাসীর জন্য কষ্ট করে যাচ্ছেন, যিনি বার বার লাঞ্ছবা-বঞ্চনা আর অপমান সহ্য করেও মাঠ ছাড়েননি, এলাকাবাসী ও দলের জন্য যিনি নিজের সহায় সম্বল সব বিলিয়ে দিয়েছেন, দলের নাম ভাঙ্গিয়ে যিনি একটি পয়সাও রোজগারের ধান্ধা করেননি, যার কাছে গৌরীপুরবাসী নিরাপদ, আকাশছোঁয়া জনপ্রিয়তা নিয়েও যিনি বার বার মনোনয়ন/বিজয় বঞ্চিত হয়েছেন।
যিনি কর্মীবান্ধব, জনবান্ধন, শিক্ষিত, মার্জিত ও ক্লীন ইমেজের অধিকারী, মাঠে ময়দানে জনসেবায় ও প্রচার প্রচারণায় যিনি সবার চেয়ে সরল, সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সুখে-দুঃখে যিনি পাশে থাকেন সর্বাগ্রে, দেশ বিদেশে যিনি গৌরীপুরকে অধিক সুপরিচিত করে তুলেছেন, যিনি বিশাল সিমপ্যাথী ভোটব্যাংকের অধিকারী, সারা বাংলায় উদীয়মান নারী নেত্রীদের মাঝে যিনি জনপ্রিয়তায় শীর্ষে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে যিনি বিপুল ব্যবধানে বিজয়ের গ্যারান্টি, যাকে নিয়ে এলাকাবাসী উন্নত-সমৃদ্ধ-নিরাপদ ও শান্তিময় গৌরীপুর গড়ার স্বপ্ন দেখেন।
তিনি ময়মনসিংহ-৩ আসনে ভোটারদের আস্থার একমাত্র ঠিকানা জননন্দিত নেত্রী নাজনীন আলম আপা সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ জনগণ।