রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ত্রিশালে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ত্রিশাল উপজেলা শাখা‘র বার্ষিক আনন্দভ্রমণ ২০২৩ইং সম্পন্ন হয়েছে।
শনিবার ১৮ই ফেব্রুয়ারি ড্রীম ভিলেজ পার্ক বৈলরে আনন্দভ্রমন অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দভ্রমণে উপস্থিত ছিলেন- তৃতীয় কর্মচারী পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, সহঃ সভাপতি আশরাফুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ সোহান, মোখলেছুর রহমান, হেলাল উদ্দিন, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, আঃ মান্নান, ছাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম,হাফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, নুরুল আমিন, মাহবুব ইসলাম আরো অনেকে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন, ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ খান বনভোজন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রকার খেলায় উপস্থিত সকলেই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
এছাড়া নিজস্ব ও অতিথিদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।