রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই জুন বৃহস্পতিবার সকালে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজের আয়োজন করে ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।
মুসুল্লিরা জানান- দেশব্যাপী চল- মান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জন- জীবন বিপর্যস্ত। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। সকাল ৯টায় বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাজার হাজার মানুষ হাজির হন আঞ্জুমান ঈদগাহ মাঠে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয়। দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ারুল হক। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন।
নামাজ ও দোয়া চলার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে শুরু করে।নামাজে অংশ নেওয়া মাওঃ আল মামুন বলেন- এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নাই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে । বৃষ্টি না হলে মানুষ ও প্রাণিকূল চরম ভোগান্তিতে পড়বে।’