রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। গৌরবময় এই দিবসটি উদযাপন উপলক্ষে তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে “বাংলাদেশ প্রেসক্লাব” তারাগঞ্জ শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
“বাংলাদেশ প্রেসক্লাব” তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ শেখের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ সম্পাদক লাতিফুল সাফি ডায়মন্ড, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, কোষাধ্যক্ষ তাপস রায়, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমত মন্ডল, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান শাকিল, ময়েন উদ্দিন, সঞ্জীত রায়, নাজিম ইসলাম, এ আর রাফি, মওদুদ আহমেদ, রাকিবুল হাসান রকি, আলআমিন ইসলাম, গৌতম রায়, লিমন হোসাইন, রিপন রায় প্রমুখ।