");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_current{display:none}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--t4gsp9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রবিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়- উপজেলা পৌর সদরের কাকনহাটি গ্রামের মৃতঃ আবুল কাশেমের ছেলে মানিক মিয়া(৩৫) গত শনিবার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানদের কে নিয়ে নিজ রুমে ঘুমিয়ে যায়। তারপর গভীর রাতে হঠাৎ করে তার স্ত্রী তাকে রুমে না পেয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় খোজাখোজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের একটি রুমে মানিক কে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্ত্রী।
এসময় স্ত্রীর ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে দেখে মানিকের লাশ ঝুলে আছে। তবে তার পরিবার বলছে ভাইয়ের সাথে তার পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে ভাইয়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মানিক মিয়া পেশায় ছিলেন সিএনজি চালক। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোঃ মোস্তাছিনুর রহমান বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।