");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-aq7rph .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-aq7rph .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-aq7rph .gt_switcher .gt_current{display:none}.gt_container-aq7rph .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-aq7rph .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-aq7rph .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-aq7rph .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-aq7rph .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-aq7rph .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে তারাকান্দায় সাংবাদিক জুয়েলের উপর হামলাকারী রহিম উদ্দিন কে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে- জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া(৩২) কে গত রবিবার সকালে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের নিজ বাড়ি হইতে পেশাগত দ্বায়িত্ব পালনে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ইউপি রাস্তায় পৌচ্ছামাত্র পৃর্ব বিরোধের জের ধরে মোঃ রহিম উদ্দিন, মোঃ কছিম উদ্দিনসহ ৬/৭ জন পথরোধ করে মারধর ও ল্যাপটব, মোবাইলসহ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধর করে আহত করে।
এ বিষয়ে ঐ সাংবাদিক বাদি হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুস সবুর তদন্তভার গ্রহণের পড় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আব্দুর রহিম(৫০) কে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করে।