বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলী গ্রামের রাকিবুল ইসলাম, পিতা- আঃ কাদের জিলানী,কে ত্রিশাল থানার জি আর ৩৮২/১৭ মামলায় ৩ বছর সশ্রম কারাদন্ড, ৩০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে সাজা দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ০৫/০১/২০২২ইং তারিখ ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক একেএম রওশন জাহান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামী এই মামলায় এই দণ্ডের পূর্ববর্তী সময়ে যে মেয়াদকাল হাজতবাস করেছেন তা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 35a এক ধারার উপরোক্ত কারাদণ্ড হতে বিয়োজন করতে হবে। সে মতে আসামির প্রতি সাজা লেখে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
পরবর্তীতে আপিলের শর্তে সাজাপ্রাপ্ত আসামী রাকিবুল ইসলাম বের হয়। বের হওয়ার পর ১৪/০৮/২০২২ইং তারিখ রবিবার বিকাল অনুমান ৩ ঘটিকার সময় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি সাবরিনা আলী, আপিল মামলার রায় ঘোষণা করেন।
এ রায়ের তথ্য নিশ্চিত করে ব্যান্স সহকারী মোঃ ফখরুল ইসলাম বলেন রাকিবুল ইসলামের বিরুদ্ধে পূর্বের রায় বহাল রাখা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামী রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঞ্চল্যকর ১টি হত্যা মামলা (আবুল কালাম হত্যা মামলা) এছাড়াও অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ আরও অন্যান্য অনেক মামলা রয়েছে জিলানীর ছেলে রাকিবুল ইসলামের বিরুদ্ধে।