বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রেহানা পারভীন নামের ৬০ বছরের এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রেহানা পারভীনের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
সোমাবার ১১ই জুলাই সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মোঃ মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ২৮ জন রোগী।
গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং আইসিইউতে ভর্তি আছেন ২জন রোগী। এছাড়া নতুন করে আরও ৭ জন রোগী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।