");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-facbaa .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-facbaa .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-facbaa .gt_switcher .gt_current{display:none}.gt_container-facbaa .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-facbaa .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-facbaa .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-facbaa .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-facbaa .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-facbaa .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সুরাইয়া আক্তার(১২) নিহত হয়েছে। এ সময় ৮ জন আহত হয়েছেন। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুরাইয়া ইকরচালীর কৃষক ভুট্টু মিয়ার মেয়ে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়- বুধবার বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। অটোরিকশায় বরাতি ব্রিজের কাছে আসলে পেছন থেকে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ধাক্কায় দেয়। এতেই দুমড়েমুচড়ে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুরাইয়া আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা আহত ইকরচালীর মামুন(২৫), রবিউল(২৫), জিন্নাত(৫), খাদিজা খাতুনসহ ৮ জনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ও,সি মাহমুদ মোর্শেদ বলেন- আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।