রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আগামী ২রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজখবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছেন।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্য দিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারো তিনি রংপুরকে সুখবর দেবেন। আশা করছি স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দেবে গোটা বাংলাদেশকে রংপুরবাসী।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছেন। সেটি সময়ই বলে দেবে। অবশ্যই তিস্তার উন্নয়নে কাজ হবে।
প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভলান্টিয়ার থাকবেন মাঠে।
এ সময় উপস্থিত ছিলেন- দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মণ্ডল মওলা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি প্রমুখ।
এছাড়াও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু চেতনা পরিষদ প্রস্তুতি সভা করেছে। সেখানে সংগঠনের সভাপতি শামীম তালুকদারসহ নেতারা উপস্থিত ছিলেন।