শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের কাউনিয়া উপজেলাধীন মীরবাগ বাস স্টান্ড সংলগ্ন তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী
(চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৪ইং এ-উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান উপদেষ্ঠা, তামীরুল মিল্লাত মডেল মাদ্রাসা এর সভাপতিত্বে মীরবাগ হাই স্কুল মাঠ (ধর্ম্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়) মীরবাগ, কাউনিয়া, রংপুর মাঠে এক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শামীম বিন সাঈদী। তিনি বলেন সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা হলো তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসা, অন্ধকারচ্ছন্ন সমাজকে আলো দেখাতে মাদ্রাসা তথাপি কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। তাই প্রত্যেক মুসলমানের উচিৎ তার সন্তানদের দীনি শিক্ষা দেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক ও তাফসীরুল কুরআন মাহফিল এর প্রধান আলোচক প্রভাষক হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান,
ইসলামী চিন্তাবিদ ও গবেষক এবং খতিব, এলজিইডি জামে মসজিদ, রাজশাহী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাও. শাহ আরিফুল ইসলাম মুজাহিদ, ধর্মীয় আলোচক, চ্যানেল নাইন টিভি ও বিজয় টিভি। ও মাওলানা মো. মিজানুর রহমান জিহাদী বিশিষ্ট ইসলামী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. রবিউল ইসলাম, খতিব, মীরবাগ বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, রংপুর। মাওলানা মো. নুরুল হক, মুহতামিম, জাবালে নূর ইসলামীক একাডেমিক, তালুক উপাশু, নন্দীগঞ্জ, রংপুর। মো. আব্দুস সালাম সরকার- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউনিয়া উপজেলা। মো. আসাদুজ্জামান শিমুল- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা। এ্যাডভোকেট বাবর আলী আইনজীবী, সুপ্রিম কোর্ট, ঢাকা। মো. আতিকুল ইসলাম সোহাগ যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাউনিয়া উপজেলা। খাজা মো. আলাউদ্দিন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুর্শা ইউনিয়ন কাউনিয়া রংপুর, মো. ফজলুল হক,মোঃ হারুন অর রশিদ, মোঃ আবু বক্কর সিদ্দিক মিঠু, মো. গোলাম হোসেন গোলাপ, মো. আব্দুল মালেক বাবু, মো. আব্দুর রহিম, জি এমরান এমরান চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. রওশন আলী, ডা. মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, মো. আবুল হোসেন মো. আবুল কাশেম প্রধান শিক্ষক, ধর্ম্মেশ্বর মহেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মীরবাগ প্রমুখ।
মো. গোলাম রব্বানীর সঞ্চালনায়- তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান মমিন মিল্লাত বলেন, আধুনিক শিক্ষার নামে অপসংস্কৃতি সমাজে যেভাবে মাথা চাড়া দিয়েছে। তাতে দেশে হাজারো মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষার মাধ্যমেই কেবল সভ্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। রংপুর তথা কাউনিয়া এলাকার আগামী প্রজন্মকে বিশ্ব মানের নাগরিক তৈরি করতেই তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার পথচলা, আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য যে, তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসায় চারটি শাখায় (নূরানী, নাজেরা, হিফজ ও ক্যাডেট) ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হিসেবে থাকবে- ইংরেজি ও আরবী ভাষায় কথোপকথন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, হামদ-নাত ও মাসআলা মাসায়েল ক্লাস, সুন্দর হাতের লিখা প্রশিক্ষণ।