রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে রংপুরে সদস্য সংগ্রহ, কর্মীসভা ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে নগরীর বেতপট্টি মোড়স্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে সংগঠনের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন, প্রধানবক্তা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ।
এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাসেমসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দসহ ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ অব্যাহত থাকবে বলে জানান কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ।