সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ২৭শে ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লাঠিম মার্কার মমদেল হোসেন সরকার।
১৪নং ওয়ার্ডটি দেওডোবা, সরকার পাড়া, বড় বাড়ি, মনোহরপুর এলাকা নিয়ে অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ১৫,২৬০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৬ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৮ জন।
বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২২ইং সকাল থেকে বড়বাড়ি বাজার, গোলাগঞ্জ বাজার, মনোহরপুর ভাঙ্গা স্কুলের পাশে ও সরকার পাড়া এলাকার বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।
এ সময় মমদেল বলেন- আমি সকলের কাছে ঠেলাগাড়ী মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ঘুরছি ভোটের আশায়। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে। তাহলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব।
এই ১৪ নম্বর ওয়ার্ডকে আমি মডেল ওয়ার্ডে পরিণত করব। সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও মমদেলের শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।