শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- নেয়ামত উল্লাহ ও মোঃ ফোরকান হাসান।
গতকাল সোমবার ৬ই জুন ২০২২ইং রাত ১১টা ৫০ ঘটিকায় রাজধানীর কামরাঙ্গীরচর থানার কুড়ারঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় পুলিশ তাদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা ও মাদক কারবারের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান- রাজধানীর কামরাঙ্গীরচর থানার কুড়ারঘাট ৩১ শয্যা হাসপাতাল সংলগ্ন শহীদ মিনারের সামনে দুইজন মাদক কারবারি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করেন- রাজা কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি চৌকস টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর সময় ৫ কেজি গাঁজাসহ নেয়ামত উল্লাহ ও ফোরকানকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ৭ই মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com