বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দু‘জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ ইউসুফ মন্ডল ও মোঃ মহিউদ্দিন আজাদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার ১৮ই মার্চ ২০২২ইং সন্ধ্যা ৬ ঘটিকার দিকে রাজধানীর ভাটারা থানার নর্দ্দা প্রগতি স্মরণী বারিধারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানটি পরিচালনা করেন গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা গণমাধ্যম কর্মীদের জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ভাটারা থানার নর্দ্দা প্রগতি স্মরণী বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় অফিসার এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় ইউসুফ ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।