সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার গর্ব বাংলা মায়ের সূর্য সন্তান বীর উত্তম শামসুল আলম তালুকদারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে চিরতরে সমাহিত করা হয়েছে। তিনি এভিআর কম্পানির স্বত্বাধিকারী হাসিব আলম তালুকদারের পিতা।
উল্লেখ্য বৃহস্পতিবার ৮ই ডিসেম্বর বিকেল পৌনে ৫টায় রাজধানীর বসুন্ধরা এভারগ্রীন হসপিটালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাউফল প্রেসক্লাবের সদস্যদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল এবং বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান ডিউক প্রমূখ।
উল্লখ্য,স্বাধীনতা যুদ্ধে বীরত্বের অবদান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্লাইট লেঃ শামসুল আলমকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। ২০১৭ইং সালে লেঃ শামসুল আলম স্বাধীনতা পদক অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অভিযাত্রায় “অপারেশন কিলো ফ্লাইট” স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আজ ৯ই ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকার পুরাতন বিমান বন্দরে তাঁর ফিউনারেল প্যারেড ও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এবং গুলশাস্থ আজাদ মসজিদে পবিত্র জুমা নামাজ বাদ তাঁর দ্বিতীয় নামাজের জানা শেষে বনানীর বেসামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এছাড়াও আজ শুক্রবার বেলা ১২টার দিকে তার জন্মভূমি বাউফলের কাছিপাড়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি কাছিপাড়া বাজারের উপর দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ৩টি বেল ২১২ হেলিকপ্টার ২টি এমআই ১৭১ হেলিকপ্টার ও ৩টি ট্রান্সপোর্ট বিমান এন-৩২ তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১২.০৯ মিনিটের দিকে ফ্লাইপাষ্ট করে।
তাঁর মৃত্যুতে পরিবারসহ বাউফলের সকল সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলে চলছে শোকের মাতম। এই বীর সেনা আর আসবে না ফিরে। হয়ত স্মৃতি হয়ে থাকবে তার বর্নাঢ্য জীবনগাঁথা।