রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় সদ্য যোগদানকৃত চিকিৎসকদের সংম্বর্ধনা প্রদান করা হয়। বিএমএ ও স্বাচিপ জেলা সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির।
সম্মানিত অতিথিদের মধ্যে স্বাচিপ জেলা সম্পাদক ডাক্তার রত্নদ্বীপ পাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক লোকমান উদ্দিন আজাদ ডাক্তার রাকিবুল আহসান ও লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর ইউএইচ এন্ড এফপিও ডাক্তার মোহাম্মদ নিজামউদ্দিন, রায়পুর ইউএইচ এন্ড এফপিও ডাক্তার বাহারুল আলম, রামগঞ্জ ইউএইচ এন্ড এফপিও ডাক্তার গুণময় পোদ্দার, কমলনগর ইউএইচ এন্ড এফপিও ডাক্তার আবু তাহের, রামগতি ইউএইচ এন্ড এফপিও ডাক্তার কামনাশীষ মজুমদার ও আশুরা জেনারেল হাসপাতালের পরিচালক আবু ফয়সাল আল জুবাইর জিমি। এ সময় জেলা উপজেলার সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি গত মঙ্গলবার বিএমএ ও স্বাচিপ এর অস্থায়ী কার্যালয় আশুরা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।