শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাসির আবেদীন প্রিন্স।
আজ বৃহস্পতিবার বিকালে টঙ্গীর ৫০নং ওয়ার্ড এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী নাসির আবেদীন প্রিন্সের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫০নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন উর রশিদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ মোঃ সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক তানভির আহম্মেদ রাজন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক প্রত্যয় বেপারি, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সদস্য আশরাফুল হক বাবু, ৫০নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী অপু মিয়া, ৫০নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী রাকিব ইসলাম, ৫১নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী ইমরান পাটোয়ারী, গাছা থানা ছাত্রদলের আহবায়ক সদস্য ইয়াসিন সরকার, ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অমি শিকদার, ৫০নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ বিল্লাল হোসেন, জাবেদ আলি,শেখ রেজু, খোকন মিয়া, শিমু, শাওন সরকার, রুবেল, আশিক, শান্ত, রিফাত,তানজিল, নাবিল, নয়ন প্রমুখ।
আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।