শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে বালুবাহী বাল্কহেডের নিচে ডুবিয়ে মোঃ সিরাজ(৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ৭ই অক্টোবর দুপুর আড়াইটার সময় যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক ঘাট এলাকায় এ দূর্ঘটনাঘটনা ঘটে।নিহত সিরাজ সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত আবদুল গফুরের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- সিরাজ সকাল থেকেই যমুনা নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরা শেষে তিনি গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে ঘাটে ভেড়ানো একটি বাল্কহেডের নিচে ডুবিয়ে যায়।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন বলে তিনি জানান।