বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট নগরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল খুন হয়েছেন। তার গাড়ী আটকিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন।
রবিবার ৬ই নভেম্বর রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
তিনি বলেন- ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।