");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--jco8ig .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--jco8ig .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--jco8ig .gt_switcher .gt_current{display:none}.gt_container--jco8ig .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--jco8ig .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--jco8ig .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--jco8ig .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--jco8ig .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--jco8ig .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএসআরএমের একটি কারখানা থেকে দু’টি আর্টিলারি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বিদেশ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ লোহার ভীতরে মর্টার শেলগুলো পাওয়া যায় বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে চট্টগ্রাম বোম ডিসপোজাল ইউনিটের একটি দল উদ্ধারকৃত মর্টার শেল দু‘টি নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়া এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানা থেকে এ মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়- ২৫শে ফেব্রুয়ারি বিদেশ থেকে আমদানীকৃত স্ক্র্যাপ লোহার ভেতরে ২টি আর্টিলারী মর্টার সেল চলে আসে। ফ্যাক্টরীতে স্ক্র্যাপ লোহার সাথে মর্টার সেল দু‘টি দেখতে পেয়ে বিষয়টি থানাকে অবহিত করা হয়।আজ মঙ্গলবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্ফোজাল টিম ঘটনাস্থলে গিয়ে বোম দু‘টি নিস্ক্রিয় করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান- বিদেশ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ লোহার মধ্যে বোমা সদৃশ্য দু’টি বস্তু পাওয়া যায় বলে বিএসআরএম কারখানার সহকারী ম্যানেজার আবু ইউসুফ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল দু’টি উদ্ধার করে চট্টগ্রাম বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
গতকাল মঙ্গলবার বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে আর্টিলারি মর্টার শেল দু’টি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কোন বিস্ফোরণ ঘটেনি।