বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
মোস্তাফিজার রহমান- ভ্রাম্যমাণ প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে “আমার বাড়ি আমার ঘর” ডেভেলপারস লিঃ এর সৌজন্যে “সোনালী সকাল ঢাকা ফুটবল ক্লাব ও সোনালী অতীত তারাগঞ্জ ফুটবল ক্লাব” এর প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ ডিসেম্বর) ২০২৪ইং বিকাল ৪ টায় তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় সোনালী সকাল ঢাকা ফুটবল ক্লাব বনাম সোনালী অতীত তারাগঞ্জ ফুটবল ক্লাব। খেলায় সোনালী সকাল ঢাকা ফুটবল ক্লাব-সোনালী অতীত তারাগঞ্জ ফুটবল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।
উক্ত প্রীতি ম্যাচ খেলায় প্রধান অতিথি ছিলেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানুষের শারীরিক ও মানুসিক বিকাশে খেলার কোন বিকল্প নেই। খেলা ধুলার মাধ্যমে উদীমান তরুন ও যুবকদের পড়ালেখার মনোযোগ বৃদ্ধি ও মাদকের গ্রাস থেকে রক্ষা পেতে পারে। এভাবে খেলাধুলার উদ্যোগের মাধ্যমে বিপ্লব পরবর্তী আগামীর বাংলাদেশ গড়তে আমরা কিশোর, তরুন ও যুবদের নিয়ে এগিয়ে যেতে চাই। নতুন প্রজন্ম ও নতুন বাংলাদেশে সার্বিক উন্নয়নে সম্প্রীতি মধ্যদিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিজয়ী ও পরাজিত দলকে অভিনন্দন ও আয়োজক সহ সকলের উত্তম ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, তারাগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মো. মাকদুম ইসলাম, যুগ্ন আহব্বয়ক মো. মেহেদি হাসান শিপু, সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তারাগঞ্জ প্রতিনিধি মো. খবির উদ্দিন প্রামানিক, রংপুর জেলা বিএনপি’র সদস্য মো. মতিয়ার রহমান, বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ, বিএনপি নেতা মো. গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, মো. আবুল বাসার, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি মো. আরিফ শেখ সহ অনেকে। মনোমুগ্ধর খেলাটি বিচক্ষনতার সাথে রেফারি হিসেবে পরিচালনার দায়িত্ব পালন করেন মো. রাসেল মন্ডল।
“আমার বাড়ি আমার ঘর” ডেভেলপারস লিঃ এর সৌজন্যে অনুষ্ঠিত খেলাটি উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী ও ক্রিড়া অনুরাগীদের উপস্থিতিতে আনন্দমুখর ও জাকজম হয়ে ওঠে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সোনালী সকাল ঢাকা ফুটবল ক্লাবের প্রবীন খেলওয়ার মো. মশিউর রহমান। সোনালী সকাল ঢাকা ফুটবল ক্লাবকে বিজয়ী দল হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে সম্প্রীতি ও স্মৃতির মেলবন্ধনে আয়োজিত এই খেলাটির আয়োজক “আমার বাড়ি আমার ঘর” ডেভেলপারস লিঃ সৌজন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপস্থিত গুণীজন ও সাংবাদিকদের মাঝে একটি করে তোয়ালে প্রদান করা হয়।