রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালি জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায় সড়ক দূর্ঘনায় ড্রাইভারসহ ৩ জন নিহত,১ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার ২২শে এপ্রিল নোয়াখালীর হাতিয়ায় বিকেল ৪ টার দিকে ওছখালী থেকে খালি একটি পাওয়ারটিলার তমরদ্দি আসার পথে প্রধান সড়কে, বঙ্গবন্ধু হাই স্কুল থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে মোড় অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুকুরে পড়ে গেলে এই দূর্ঘনা ঘটে।এসময় পাওয়ারটিলারের ড্রাইভার সহ ঘটনার স্থলে ৩ জন নিহত হয় এবং ১ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ড্রাইভারসহ ৩ জনকে মৃত ঘোষনা করেন আর একজনকে আহত ঘোষনা করে।
এছাড়া হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন এর সাথে কথা হলে তিনি জানান- সড়ক দূর্ঘনায় ড্রাইভার সহ যে ৩ জন মারা গেছে, ১জন আহত হয়েছে তাদের বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।
এদিকে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।