রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণে আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিও বাজারের এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় এলপিজি ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা কয়েকটি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকটি বাসের গ্লাস ভেঙ্গে যায়। আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ ভেঙে পড়েছে। দোকানপাট এর দেয়ালে ফাটল ধরেছে। গ্যাস রিজার্ভার ট্যাংকটি ভেঙে চুড়ে সেখানে পড়ে আছে।
এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজট নিরসনের জন্য জন্য কয়েক ঘন্টা সময় লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও পুলিশ সদস্যরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক জানা জায়নি।
এবিষয়ে স্থানীয় দোকানদার রাজু মিয়া বলেন, আমি দোকানে ছিলাম হঠাৎ করে বিকট আকারে শব্দ শুনলাম। চারিদিকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। আমি দোকান থেকে বের হয়ে দৌড়ে গ্যাস স্টেশনে গিয়ে দেখি একজন গ্যাসে জ্বলে গেছে আর কয়েকজন আহত হয়ে পড়ে আছে। সেখানে উপস্থিত থাকা কয়েকজন ধরাধরি করে তাদেরকে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেই
স্থানীয় কোরবান আলী লিটন জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো সিও বাজার এলাকা। বিস্ফোরণের শব্দ মেডিকেল মোড় পর্যন্ত শোনা গেছে আমার মনে হয়। এইরকম শব্দ আমি জীবনেও শুনিনি। আমি বাসায় ছিলাম বাসা থেকে বের হয়ে এসে দেখি। এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভের ট্যাংকিটি বাস্ট হয়ে গেছে।
এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম বলেন, দুর্ঘটনার সময় এলপিজি ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। রিজার্ভার ট্যাংকটি খালি ছিল, তবে লিকেজের কারণে ভেতরে গ্যাস জমে গিয়ে অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।