মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ঈদের আনন্দ করতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দূর্ঘটনায় রাহিম মিয়া(১৭) নামের এক যুবক নিহত হয়েছে। রাহিম মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার কুর্শিপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়- ঈদের দিন ১০ই জুলােই বিকেলে মোটরসাইকেল ভাড়ায় নিয়ে তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী কেন্দুয়ায় যায়। কেন্দুয়া তেকে ষাইটপুর বাজারে যাওয়ার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই রাহিম মিয়ার মৃত্যু হয়।
অপর দুই বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহম রাহিম স্থানীয় সুটিয়া বাজারের একটি মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।