মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র কিছু অংশ।
১৭ই জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় কবি নজরলের বাল্য বিদ্যাপিঠ ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক সরকারী নজরুল একাডেমী সাবেক দরিরামপুর হাই স্কুল মাঠে ধারণ করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উপভোগ করতে নজরুল একাডেমী মাঠে অর্ধলক্ষেরও বেশি ইত্যাদি প্রেমি অংশ নেয়। সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগীসহ প্রশাসনের লোকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
জানা যায়- ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করতে গিয়ে কথা সাহিত্যকি হানিফ সংকেত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজরিত স্কুল সরকারী নজরুল একাডেমী দরিরামপুর মাঠটিকে বেঁচে নেন। যে কারণে ইত্যাদির কয়েকটি পর্ব ধারণের বেশ কদিন ধরেই চলছিল পুরোদমে মঞ্চ তৈরির কাজ।
অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে আশপাশের উপজেলা থেকে নানান বয়সী লোকের আগমন ঘটে ত্রিশালে। অনুষ্ঠান শুরুর একদিন আগেই ইত্যাদির আয়োজক কমিটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ নানান পেশাজীবি মানুষদের।