রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর জেলাধীন তারাগঞ্জ থানায় দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে চূড়ন্ত নির্বাচিত। ১৫/০৩/২৩ইং বুধবার রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ বিষয়ক সভায় জেলার শ্রেষ্ঠ ওসির নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ সার্কেল অতিঃ পুলিশ সুপার আবু আশরাফ সিদ্দিকি।
অপরাধ বিষয়ক সভায় জেলার অন্যান্য থানায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। কর্মসাফল্যে বিশ্লেষণী মানদন্ডের আলোকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারাগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। শ্রেষ্ঠত্বের সম্মাননায় মোস্তাফিজার রহমানের হাতে সম্মাননা সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার।
এছাড়া একই সভায় জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে তারাগঞ্জ থানার এসআই (নিঃ) তোহাকুল ইসলাম তোহা ও জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে শাহান শাহ্‘র নাম ঘোষণা করা হয়৷ এ সময় তাদেরকেও সম্মাননা সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী।
উল্লেখ্য যে- ২০২২ইং সালের অক্টোবরে তারাগঞ্জ থানায় ও,সি হিসেবে যোগদান করেন মোস্তাফিজার রহমান। এর আগে তিনি রংপুর সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তারাগঞ্জ থানায় যোগদান করার ৫ মাসের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করেছেন। ও,সি মোস্তাফিজার রহমানের বলিষ্ট দিকনির্দেশনায় গত জানুয়ারী-২০০২৩ইং মাসেও তারাগঞ্জ থানা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিল।