বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
১১ই মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- রুহুল আমিন মাদানী, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৭। প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
সভায় আরও উপস্থিত ছিলেন- মোঃ সফিকুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।