মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ বসন্তের প্রকৃতিতে মনের অজান্তে ফুটে কত ফুল। এ নিয়ে নেই কোনো পরিসংখ্যান। এমনই এক পথ হারা নামহীন ফুল ফুটেছে নীলফামারীর কিশোরগঞ্জে পথের ধারে।,প্রকৃতির ইশারায় বেড়ে উঠে অনাদরে।
এমন ফুল বসন্তকে রাঙ্গিয়ে নৈসর্গিক প্রকৃতিতে মেলে ধরেছে তার মোহনীয় রুপ। মোহনীয় রুপ আর সৌরভ ছড়ানো ফুলগুলো দেখে প্রকৃতিপ্রেমি আবাল-বৃদ্ধ-বনিতা সবাই থমকে দাঁড়ায়।
তখন এ ফুলের সঙ্গে সখ্য গড়ে তুলে মনের গহিন অরণ্যে হারিয়ে যায় কিছুটা সময়। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে হাঁপিয়ে উঠা মানুষজন ফুলের দিকে তাকালে প্রশান্তির ছোঁয়া খুঁজে পায় নিমিষে।কিন্তু বাস্তবভিত্তিক নাম জানেনা কেউ।
এমনই এক ফুল দেখা মেলে উপজেলার নিতাই পানিয়াল পুকুর সড়কের ভিমের মায়ের আঁখা এলাকায়। কাঁটা জাতীয় ঝোপঝাড় আকৃতির এ ফুলের শাখা-প্রশাখার পুষ্পমঞ্জরির পাপড়ি কোনটিতে গোলাপী রঙের সাথে মিশেল করে ফুটেছে হলুদ রঙ্গ আবার হলুদের সাথে মিশেল করে ফুটেছে গোলাপী রঙে।
আবার কোনটি পুরো ফুলের পাপড়ি গোপাপী।সবুজ পাতার ফাকে উঁকি দেয়া এমন হরেক রঙে রঙিন ফুল,জংগলী পরিচয়ে ফুটছে।কিন্তু টবে ফুটলে যত্ন নেওয়া হয়।জঙ্গলে ফুটলে অনাদরে বেড়ে উঠে।এমন অনাদরে বেড়ে উঠা রোমাঞ্চকর ফুলের নাম স্থানীয় লোকজন জানেনা।
কেউ বনফুল কেউবা জংগলী ফুল হিসেবে বেশি চিনেন। এই গাছ সাধারত পথের ধারে, জমির উচু গড়ে আপন মনে জন্মে তা বেড়ে ওঠে। বসন্ত এলে তার রুপ-সৌন্দর্যের ডালি নিয়ে হরেক রঙের ঢেউয়ের পসরা সাজিয়ে বসে। আগে এ ফুল অহরহ দেখা মিললেও এখন উপযুক্ত বেড়ে ওঠার জায়গা না থাকায় এ ফুল বিলুপ্তির পথে।
তবে কবি-সাহিত্যিকগণ নানা বর্ণের ফুল নিয়ে তাদের কাব্যিক ভাষা খুঁজে পেলেও হয়ত এ ফুল নিয়ে ভাবনার সময় খুঁজে না পাওয়ার নাম রয়ে যায় সবার অজান্তে। তাই এই ফুল প্রকৃতির মমতায় আগলে থাকলেও নামহীন এক অচেনা বন ফুল বা জংগলী ফুল হিসেবে বেঁচে থাকবে যুগ যুগান্তরে।