শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড, উম্মে কুলছুম ম্মৃতি।
বুধবার ১৪ই সেপ্টেম্বর সকালে উপজেলা টাউন হলরুমে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ‘লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ আরও অনেকে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।