বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যুদ্ধে উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাচনী সেল থেকে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা করেন তিনি। এ আসনে (রাণীশংকৈল-পীরগঞ্জ) আওয়ামীলীগের মনোনয়ন জমাদানের খবরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
মেয়র মোস্তাক ছাত্র জীবনে দীর্ঘদীন ধরে ২০১৩-২০১৬ পর্যন্ত ছাত্রলীগের সম্পাদক, উপজেলা আ’লীগের ২০১৬-২০১৯ যুব ও ক্রীড়া সম্পাদকের দার্য়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবেও এলাকায় পরিচিতি লাভ করেছেন। বর্তমানে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে ১৪ফেব্রুয়ারীতে পৌরসভা নির্বাচনে নৌকার টিকিটে দলীয় (বিদ্রোহী) ৬জন প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয় অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তিনি শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,অসহায়-গরীবদের মাঝে ত্রান,মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি মসজিদ,মাদ্রায় অনুদান দিয়ে যাচ্ছেন। ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের সহযাত্রী হিসাবে এলাকার ব্যপক উন্নয়ন করতে পারবেন।
এ প্রসঙ্গে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, আমার রক্তে আওয়ামী লীগ, আমি আওয়ামী পরিবারের সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। রাজনীতি করি মানুষের কল্যাণে। এবার ঠাকুরগাঁও-৩ আসনে দলের কাছে মনোনয়ন চেয়েছি। এআসনে রয়েছে আ‘লীগের নিজস্ব ভোট ব্যাংক। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছিল এবার সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। দল আমাকে দলীয় মনোনয়ন নৌকা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে পারবো।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সাংসদ ইমদাদুল হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা,রাণীশংকৈল উপজেলা আ‘লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ এলবাট, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম,সম্পাদক রেজুয়ানুল হক বিপ্লব, আ‘লীগ নেতা রবিউল ইসলাম রবি।