রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’- আজ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিআরইউ’র দপ্তর সম্পাদক কাওসার আজম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য কিরণ সেখ ও মেস্তাফিজুর রহমান সুমন।
এছাড়া সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া ও শাহনাজ শারমীন, সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাবেক কার্যনির্বাহী সদস্যসাঈদ খান ও বাসস এর উপ-প্রধান বার্তা সম্পাদক স্বপন বসু প্রমূখ উপস্থিত ছিলেন।