মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল, রানা হামিদ ও মোঃ আরিফ হোসেন। গতকাল বুধবার ৬ই এপ্রিল ২০২২ইং দুপুর ১টা ৫৫ ঘটিকায় উত্তর দনিয়া এলাকা থেকে তাদেরকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দার (ডিবি) মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন- মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, কয়েকজন মাদক ব্যবসায়ী উত্তর দনিয়া মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা এর সামনে গাঁজা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল, রানা ও আরিফকে ৬০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।