বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২৬০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত আসামীর নাম- মোসাঃ ইয়াসমিন, মোসাঃ আয়েশা আক্তার, মোসাঃ আঁখি আক্তার, মোসাঃ হাসনেয়ারা বেগম, মোসাঃ সুরাইয়া আক্তার।
গতকাল সোমবার ২৩শে মে ২০২২ইং সন্ধ্যা ৭টা ৫০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে সংবাদ আসে, হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকার নাসরিন স্টিলের সামনে কতিপয় মাদক কারবারি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেন্সিডিলসহ ইয়াসমিন, আয়েশা, আঁখি, হাসনেয়ারা ও সুরাইয়াকো গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ২৪শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।