শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৩ সালে প্রদত্ত সেবাসমূহের বার্ষিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।গতবছরে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরী বিভাগ মিলিয়ে প্রায় লক্ষাধিক রোগী সেবা পেয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী ২০২৩ সালের বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করেন। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, বহির্বিভাগে ৭৩ হাজার ৭০৩ জন, অন্তঃবিভাগে ১৫ হাজার ৯৭৮ জন এবং জরুরী বিভাগে ১৯ হাজার ৮৬৬ জন রোগী সেবা গ্রহণ করেছেন। গোটা বছরে বেড অকুপেন্সী রেট ছিল ১৭৮ দশমিক ১ ভাগ।
এছাড়া হাসপাতালের গর্ভবতী ও প্রসূতি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে এক হাজার ১৬১ জন ও সিজারিয়ান ডেলিভারিতে ২৯১ জন নবজাতকের জন্ম হয়। এই বিভাগের এএনসি-১ সেবায় দুই হাজার ৪৭২ জন, এএনসি-২ সেবায় এক হাজার ৫৬০ জন, এএনসি-৩ সেবায় ৯৮০ জন ও এএনসি-৪ সেবায় ৯৫৭ জন সহ মোট এএনসি সেবা প্রদান করা হয় ৫ হাজার ৯৬৯ জনকে এবং পিএনসি সেবা গ্রহণ করেন ২ হাজার ২৫১ জন রোগী।
অন্যদিকে, আইএমসিআই সেবা গ্রহণ করেন ১৭ হাজার ১৯১ জন, এসএএম সেবা ৬০ জন, সারভাইক্যাল ক্যান্সার সেবা ২ হাজার ৭৮১ জন,ভায়া টেস্টে শনাক্ত ২৫ জন,এ্যাডোলোসেন সার্ভিসে ৪ হাজার ৬১৩ জন, এনসিডি সেবা ৮ হাজার ৬৭৯ জন ও টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৫৩১ জন।
২০২৩ সালে সিজার ব্যতীত ভিএইচ অপারেশন ২৫টি, হার্নিয়া অপারেশন ৩৫টি, হাইড্রোসিল অপারেশন ১৫টি, এপেন্ডিসাইটোনমি অপারেশন ১১টি ও অন্যান্য ১৪টি অপারেশন সম্পন্ন করা হয়েছে। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী জানান, ২০২৩ সালে হাসপাতালের ইউজরি ফি ডিপোজিট দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৩২ লাখ ৩৩৮ টাকা। যা ২০২২ সালে ছিল ১৬ লাখ ৫৭ হাজার ৯০৫ টাকা।