রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার
বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মমতাজ উদ্দিন সরকার সদ্য গতরাত ৩ ঘটিকায় (০৩/০৬/২৩ইং তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ই-লাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর তার নিজ বাসভবনে(ঘনিরামপুর জোতপাড়া) অনুষ্ঠিত হবে।
মরহুমের আত্মার মাগফেরাৎ কামনা সহ জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান করা যাচ্ছে।
মরহুমের সংক্ষিপ্ত বর্ণনাঃ আলহাজ্ব মমতাজ উদ্দিন(আরতদার) একজন বিশিষ্ট ব্যবসায়ি। দীর্ঘদিন তিনি সততা ও নিষ্ঠার সাথে পাট, তামাক, বীজ আলু সহ বিভিন্ন ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নীলফামারীর কিশোরগঞ্জে গত ২ বছর থেকে চালু হওয়া “মমতাজ উদ্দিন অটো রাইস মিল” তারই সফল চিন্তার ফসল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল, ৮৩ বছর। মৃত্যুপরবর্তী তিনি, প্রথম স্ত্রীর ২ ছেলে(হানিফ ও হাকিম) ৩ মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর ৩ মেয়ে মোট ৮ ছেলে মেয়ে এবং দুই স্ত্রীসহ পারিবারিক ও ব্যবসায়িক বন্ধু মহলে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। মরহুমের শোকাবহ পরিবারের প্রতি ৭১সংবাদ২৪.কম পরিবারসহ স্থানীয় সুশীল সমাজ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।