বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে অবৈধ ২ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল এলাকার এস.বি.এল-১ ইটভাটার মালিক রেজওনুল ইসলামের ৩০ হাজার টাকা ও বি.বি.এল-১ ইটভাটার মালিক ফজলার রহমানের ৩০ হাজার মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই ২ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ওই ২ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, ইটভাটা সমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ইটভাটা গড়ে তোলাসহ ইটভাটা স্থাপন আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ ।