বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
৭১সংভাদ২৪.কম-ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ প্রঙ্গনে আগত নির্বাচন ও বিএনপি জামাতের হরতাল এবং অবরোধের প্রতিবাদে এক বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা কৃষক লীগের শহিদুল ইসলাম দুখু সদস্য সচিব জেলা কৃষক লীগ, শহিদার রহমান সদস্য জেলা কৃষক লীগ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
আজকের বিশেষ বর্ধিত সভা শেষে আগত নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বিএনপি ও জামাতের চলমান হরতাল ও অবরোধের প্রতিবাদে পাঁচ শতাধিক নেতা কর্মী ও সমর্থক নিয়ে তারাগঞ্জ উপজেলার ও/এ সরকারি মহাবিদ্যালয়ের সামন থেকে একটি র্যালী বের হয়ে বিশ্বরোডস্থ্য নতুন চৌপথি প্রদক্ষিন করে র্যালীটি শেষে আলোচনার মধ্যদিয়ে বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়।
নির্বাচনী বর্ধিত সভায় বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক- রতন কুমার রায়, যুগ্ম আহবায়ক- মমিনুল সরকার, সদস্য সচিব- আতিকুর রহমান আরজ, সদস্য, বিপ্লব রায়, তাপস কুমার রায়, সঞ্জিত সেন, পীযুষ সরকার, বাংলাদেশ কৃষক লীগের তারাগঞ্জ উপজেলাধীন ৫ ইউপি‘র সভাপতি, সাঃ সম্পাদক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।