রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
মোস্তাফিজার রহমান- ভ্রাম্যমাণ প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে দন্ডাদেশ প্রদান করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৪ইং বিকেল ৩.৩০ টা থেকে ৬ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এসময় আনুমানিক ৫.৫০ ঘটিকায় উপজেলার যমুনা ব্যাংকের সামনে নির্মাণাধীন ভবনে মাদক সেবনরত অবস্থায় মো. রাজু আহমেদ(৪৯), পিতা- মৃত. মাহতাব উদ্দিন, সাং- অনন্তপুর এবং মো. আমিনুর ইসলাম(৩৫), পিতা- মৃত. লুৎফুর রহমান, সাং- জর্দ্দিপাড়া, তারাগঞ্জ রংপুরের দুইজন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তথ্য মতে, দীর্ঘদিন ধরে আকৃতরা মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।
অপরাধীদের দোষ স্বীকারোক্তি ও ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১ জনকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রন ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।