শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
“ঈদ শুভেচ্ছা বাণী”
তারাগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসংযমের বার্তা নিয়ে আসে পবিত্র রমজান। সংযম ও ত্যাগের মহিমায় বরকতময় রমজানে পবিত্র ফরজ রোজা পালনের মধ্যদিয়ে আসন্ন ঈদ আনন্দ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে সৌহার্দ প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে মানসিক শান্তি ও সম্প্রীতির রাষ্ট্র শৃঙ্খলা।
প্রিয় উপজেলাবাসি- মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আসন্ন ত্যাগ ও সংযমের মহিমায় পবিত্র ঈদুল ফিতর। মহান আল্লাহ যেন বরকতময় মহামূল্যবান রমজানে আমাদের পালনীয় সকল ইবাদত বন্দেগী কবুল করেন। পবিত্র ঈদুল ফিতরের খুঁশির দিনে গণমানুষের সম্প্রীতি ও ভাগ্য উন্নয়নে শপথ নিতে সকলের প্রতি আহবান জানান এবং সুবিধা বঞ্চিত, হতদরিদ্র মানুষের পাশে সহনশীল হওয়ার আশা করেন। ফজিলত ও মহা তাৎপর্যপূর্ণ রমজানের শিক্ষা থেকে আত্মত্যাগ ও ধৈর্য দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও বিবাদমুক্ত হয়ে- ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ।
সৎ, সাহসী নীতিবান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের ঘনিষ্ঠজন, নিকট আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিন আমার কর্মরত উপজেলা তারাগঞ্জ সহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ- “ঈদ মোবারক”। আমি কামনা করি বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
শুভেচ্ছান্তে,
মোঃ রুবেল রানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা
তারাগঞ্জ, রংপুর।