বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলায় “তারাগঞ্জ ফুটবল একাডেমী” ২০২৫ইং এর পূর্নাঙ্গ ও চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় “তারাগঞ্জ ফুটবল একাডেমী” এর আহবায়ক মোঃ শাহীনুর ইসলাম (মার্শাল) এর তারাগঞ্জ বাজারস্থ ব্যক্তিগত চেম্বারে উপদেষ্টা সদস্য মোঃ খবির উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় একাডেমীর খেলোয়ারদের মান উন্নয়নে ফান্ড গঠন, ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন উপকরন ক্রয় ও আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন সংক্রান্ত আলোচনাও করা হয়।
এতে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ ফুটবল একাডেমীর নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোঃ শাহিনুর ইসলাম (মার্শাল), উপদেষ্টা সদস্য মোঃ খবির উদ্দিন প্রাং, কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ (অধ্যক্ষ), উপদেষ্টা সদস্য মোঃ রেজাউল করিম (রেজা), উপদেষ্টা সদস্য মোঃ আবু সালেক সরকার, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকার, উপদেষ্টা সদস্য মোঃ আব্দুল মজিদ, উপদেষ্টা সদস্য মোঃ মাহমুদুল হাসান (মিঠু), উপদেষ্টা সদস্য মোঃ আবুল বাশার, কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মোঃ লিমন হোসেন, কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত প্রধান কোচ মোঃ ফরহাদ হোসেন, কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত ক্রীড়া পরিচালক মোঃ রাসেল মন্ডল, কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত সহঃ কোচ ও তারাগঞ্জ ফুটবল একাডেমীর সিনিয়র খেলোয়ার শ্রী বিমল চন্দ্র, কার্যনির্বাহী কমিটির সদস্য, মোঃ আরিফ শেখ, তাপস কুমার রায়, মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড সহ অনেকে।
“তারাগঞ্জ ফুটবল একাডেমী” এর নব-গঠিত দুই স্তর বিশিষ্ট কমিটি গঠিত হয়। প্রথম স্তরে ২৩ সদস্যের উপদেষ্টা মন্ডলীতে যাঁদের স্থান দেওয়া হয়েছে তাঁরা হলেন- প্রধান উপদেষ্টা মোঃ শাহিনুর ইসলাম (মার্শাল), উপদেষ্টা সদস্য ১। মোঃ খবির উদ্দিন প্রাং, ২। মোঃ রেজাউল করিম (রেজা), ৩। শ্রী অরুন কুমার দে, ৪। মোঃ শফিকুল হাজী, ৫। ডাঃ মোঃ জাহেদুল ইসলাম, ৬। মোঃ আব্দুর রশীদ মেম্বার, ৭। মোঃ নূরুল আমিন, ৮। মোঃ সিরাজুল ইসলাম, ৯। মোঃ দীপু, ১০। মোঃ আব্দুর রশীদ, ১১। মোঃ সাবু খান, ১২। মোঃ আব্দুল মজিদ, ১৩। মোঃ আবু সালেক সরকার, ১৪। মোঃ মাহমুদুল হাসান (মিঠু), ১৫। এ্যাডঃ মাকদুম আলম, ১৬। মোঃ মেহেদী হাসান শিপু, ১৭। মোঃ লাবু মিয়া, ১৮। মোঃ আবুল বাশার, ১৯। এ্যাডঃ কাজী সামছুল হুদা, ২০। মোঃ জহুরুল ইসলাম, ২১। শ্রী পলাশ রায়, ২২। মোঃ আব্দুস সাত্তার, ২৩। শ্রী রঞ্জীত রায়।
যাঁদের নিয়ে দ্বিতীয় স্তরে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে তাঁরা হলেন, ১। মোঃ আব্দুল হামিদ (অধ্যক্ষ)- সভাপতি, ২। শ্রী শিপন দাস- সিনিয়র সহঃ সভাপতি-১, ৩। মোঃ আবুল কালাম (মেম্বার)- সহঃ সভাপতি-২, ৪। মোঃ আমির আলী- সহঃ সভাপতি-৩, ৫। মোঃ আব্দুল হাকিম সরকার- সাধারণ সম্পাদক, ৬। মোঃ আসলাম খান- যুগ্ম সাধারণ সম্পাদক, ৭। মোঃ রাসেল মন্ডল- ক্রীড়া পরিচালক, ৮। মোঃ মোস্তাফিজার রহমান- সাংগঠনিক সম্পাদক, ৯। মোঃ ফরহাদ হোসেন- প্রধান কোচ, ১০। শ্রী বিমল রায়- সহঃ কোচ, ১১। শ্রী তন্ময় দত্ত তনু- ক্রীড়া সম্পাদক, ১২। মোঃ লিমন হোসেন- কোষাধ্যক্ষ, ১৩। মোঃ আশেক আলী- প্রচার সম্পাদক, ১৪। মোঃ হায়দার কবির লিটন- সদস্য, ১৫। মোঃ সোহেল রানা পাটোয়ারী- সদস্য, ১৬। মোঃ মারুফ বসুনিয়া- সদস্য, ১৭। মোঃ মাজেদুল ইসলাম (বকুল)-সদস্য, ১৮। মোঃ আরিফ শেখ- সদস্য, ১৯। মোঃ জোবায়ের রহমান- সদস্য, ২০। মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড- সদস্য, ২১। তাপস রায়- সদস্য, ২২। মোঃ আল-আমিন- সদস্য
২৩। শ্রী অমল রায়- সদস্য, ২৪। মোঃ মাসুদ রানা পাটোয়ারী- সদস্য, ২৫। মোঃ নিয়াজ মোরশেদ নিশাদ- সদস্য, ২৬। মোঃ রোকুনুজ্জামান রিপন- সদস্য, ২৭। মোঃ কাইয়ুম চৌধুরী- সদস্য।
আলোচনা কালে, তারাগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গন, অতীত ঐতিহ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজ রক্ষায় “তারাগঞ্জ ফুটবল একাডেমী” প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটি সমন্বয়ে আরো একটি কার্যকরী কমিটি গঠণ করা হবে বলে জানা গেছে। এসময় বিভিন্ন ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।